মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে গ্রিনলিফ চা বাগানের গ্রিন টি বিক্রি হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৫০০টাকা কেজি দরে। এবং তেলিয়াপাড়া চা বাগানের ব্লাক টি বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪০০ টাকা কেজি।
বুধবার শহরের খান টাওয়ারের দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের অস্থায়ী নিলাম কেন্দ্রে সকাল ১০টায় এ নিলাম শুরু হয়। চলে দুপুর পর্যন্ত।
নিলামে ৫টি ব্রোকার্স হাউজের মোট ১ লাখ ১৪ হাজার ৮৩৮ দশমিক ১০ কেজি চা তোলা হয়। এর বাজার দর ২ কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকা। নিলামে তোলা অর্ধেকের বেশি চা বিক্রি হয়েছে কলে জানিয়েছেন নিলাম কতৃপক্ষ।
নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে গ্রিন লিফ টি গার্ডেনের গ্রীণ টি। প্রতি কেজি চা বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এছাড়া তেলিয়াপাড়া টি গার্ডেনের বø্যাক টি সর্বোচ্চ ৪০০ টাকা দরে বিক্রি হয়।
চা বাগান মালিক ও ব্রোকার্সরা জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে চায়ের গুণগত মান ভালো হয়েছে। নিলামে দর ও বিক্রি বেড়েছে।
জানাযায়, ২০২৪-২৫ অর্থবছরের শেষ নিলাম পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ১৩ লাখ ২৯ হাজার ১২১ দশমিক ৬০ কেজি চা অফার করা হয়। যার মধ্যে ১১ লাখ ৪৮ হাজার ৮৯৩ দশমিক ১০ কেজি বিক্রি হয়েছে। গড় মূল্য ছিল প্রায় ১৭৫ টাকা। অবিক্রীত ছিল ১ লাখ ৮০ হাজার ২২৮ দশমিক ৫০ কেজি চা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved