মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বানিজ্যিক ভাবে ভুট্রা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উপজেলার কয়েকটি এলাকায় ভুট্রা চাষ করে ভালো ফলন পেয়েছেন চাষিরা। জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে লালতীঁর, কাজী ফার্ম ও স্থানীয় কৃষি অফিসের সহায়তায় হাইব্রিড সুলতান ভুট্রা চাষ করে কৃষক সফল হয়েছেন কৃষক।
প্রথমবার চাষ করে ভুট্রার ফলন ভালো হওয়াতে চাষে আগ্রহ দেখাচ্ছেন অন্যান্য কৃষকরা। পানি সল্পতায় চাষ ব্যহত হচ্ছে বলে অভিযোগ চাষিদের। পর্যাপ্ত পানির ব্যবস্থা হলে ফলন আরও ভালো হবে বলে ধারণা ভুট্রা চাষিদের।
হাইব্রিড সুলতান ভুট্রা বিঘা প্রতি ২ কেজি চাষ করলেই হয়। বছরে ২ বার চাষ করা যাবে। প্রতি বছরের সেপ্টেম্বর অক্টোবর এবং জুন জুলাই মাসে এর চাষ করা যায়।
লালতীঁর সীড এর সিলেট বিভাগীয় কর্মকর্তা তাপশ চক্রবর্তী জানান, হাইব্রিড সুলতান ভুট্রা শ্রীমঙ্গলে এই প্রথমবার পরীক্ষামূলক চাষ করা হয়েছে। ভুট্রা সুলাতান চাষে উৎপাদন খরচ খুবই সীমিত। এর ফলনও হয়েছে ভালো। কিন্তু পর্যাপ্ত পানি সল্পতা রয়েছে। পানির যথাযথ ব্যবস্থা হলে এ উপজেলায় ভুট্রা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, যে সকল জমিতে ধান এবং সবজি চাষ হয়না সেই পতিত জমিগুলোতে হাইব্রিড সুলতান ভুট্রা চাষ করলেও ভালো ফলন হবে।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলাউদ্দিন জানান, শ্রীমঙ্গলের মাটি ও আবহাওয়া ভুট্রা চাষের উপযোগী।
মির্জাপুরে পরীক্ষামূলক ভুট্রা চাষে ভালো ফলন হয়েছে। কৃষবদের যেকোনো সমস্যা সমাধান করা হবে।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. জালাল উদ্দিন জানান, জেলা কৃষিতে ভুট্টা চাষ নতুন মাত্রা যোগ করেছে। শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে ভুট্রার আবাদ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরে জেলায় ২৫৫ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ হচ্ছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ৯ টন। ২ হাজার ২৯৫ টন বা তার বেশি ফসল প্রত্যাশা করছি।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি জানান, বাংলাদেশের অর্থকরী ফসলগুলোর মধ্যে ভুট্টা অন্যতম। চারা রোপনের মাত্র ১৫০ দিনেই ফসল ঘরে তোলা যায়। এটি চাষে পানি কম লাগে এবং পতিত জমিতে চাষ করা যায়। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নতমানের গো-খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। গরু, হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও ভুট্রার ব্যাপক চাহিদা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved