প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
শিবগঞ্জের বিউটি পার্কে আইন অমান্য করে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রাখার অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিউটি পার্ক এন্ড রিসোর্টে বন্যপ্রাণী আইন অমান্য ও লাইসেন্স বিহীন বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী টিকিটের মাধ্যমে জনসম্মখে প্রদর্শনের অভিযোগ পাওয়া গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া মাঝপাড়া গ্রামে অবস্থিত বিউটি পার্ক এন্ড রিসোর্টের মালিক বিউটি বেগম।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পার্কের মালিক বন বিভাগের লাইসেন্স ছাড়া হরিন ৭টি (পুরুষ -৩টি এবং মেয়ে -৩টি), উট পাখি ২টি (পুরুষ-১টি ও মেয়ে-১টি), ময়ুর ৪টি (পুরুষ ২টি এবং মেয়ে-২টি), বানর ২টি (পুরুষ-১টি এবং মেয়ে-১টি), লেডি ফিজিয়ান ২টি (পুরুষ-১টি এবং মেয়ে-১টি), কিং কোয়েল ১৪টি, ঘুঘু ৭টি, ঘুঘুর বাচ্চা ২টি, ঘোড়া ১টি পুরুষ, খরগোশ ৫টি, কলডাক ২টি, কগা কবুতর ১২টি বাচ্চা ২টি, ফিসেন্ট পাখি ২টি, কালিম পাখি ২টি পুরুষ-১টি এবং মেয়ে-১টি, ইমু পাখি ১টি পুুরুষ, ককাটেল পাখি ১টিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী তার পার্কে দর্শনাথীদের সামনে প্রদর্শন করে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। খোঁজ নিয়ে আরও জানা গেছে, বন বিভাগের লোকজন যখন পার্কে অভিযানে আছে ঠিক তার পূর্বেই কৌশলে বন্য প্রাণীওলো অন্যত্র সড়িয়ে ফেলে।
এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ মুঠোফোনে বলেন, আমি ইতিমধ্যে আমার দুইজন কর্মকর্তাকে উক্ত পার্কে অবস্থিত বন্য প্রাণী সংখ্যা যাচাইবাচাই এর জন্য নিদের্শ প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে বিউটি পার্ক এন্ড রিসোর্টের মালিক এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved