ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে জাকিয়া আক্তার হাবিবা (১০) নামের এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ২ টার দিকে উপজেলার বিন্নাগাড়ি কদমতলী এলাকার মহিলা নদীতে এ ঘটনা ঘটে। জাকিয়া আক্তার হাবিবা ঘোড়াঘাট পৌরশহরের শ্যামপুর এলাকার জাকিরুল ইসলামের মেয়ে। সে এলাকার একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশির ভাগ সময় শিশু জাকিয়া তার নানা মাহাবুর রহমানের বাড়িতে থাকতো। আজ বৃহস্পতিবার দুপুরে শিশু জাকিয়া নানার বাড়ির উত্তর পাশে ২০০ গজ দূরে মহিলা নদীর কদমতলীর ঘাটে নতুন ব্রীজের নীচে গোসল করতে নামে। জাকিয়া সাঁতার না জানার কারণে গভীর পানিতে তলিয়ে যায়। সেসময় সেখানে আরও দুই তিনজন শিশু গোসল করছিলো। জাকিয়াকে ডুবতে দেখে সাথে থাকা অন্য সব শিশু চিৎকার করতে থাকে। ওই সময় তাদের চিৎকারে শিশু জাকিয়ার নানা-মামারা সেখানে ছুটে আসেন। তখন তাঁরা নদীতে নেমে তাকে খুঁজাখুঁজি করতে থাকেন। খুঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর অনুমান ৩ টার দিকে পানির নীচ থেকে শিশু জাকিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved