মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :চলতি মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকলেও বৃহস্পতিবার থেকে তাপ ক্রমেই বাড়তে শুরু করেছে। শুক্রবার তা অসহনীয় পর্যায়ে চলে যায়। একই পরিস্থিতি শনিবারেও আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, এমন তাপমাত্রা রোববার পর্যন্ত থাকতে পারে।
সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
তাপপ্রবাহের সবশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান মৃদু ও মাঝারি তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ আকারে বিরাজ করতে পারে।
এদিকে ১০ই মে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
সেইসাথে ঢাকাসহ ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশে এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস
এতে আরো বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে বৃষ্টির দেখা মিলতে পারে সোমবার। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রী এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস কমতে পারে। সেইসাথে চলমান তাপপ্রবাহ থামতে পারে।
অন্যদিকে মঙ্গলবার ও বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরপরের কয়েক দিন বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved