প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তফা জামান আব্বাসী আর নেই

ডোমার ( নীলফামারী ) প্রতিনিধিঃ বরেণ্য ও প্রখ্যাত সংগীতশিল্পী, লেখক গবেষক শিল্পকলা একাডেমির সাবেক মহা পরিচালক এবং সুর সম্রাট আব্বাস উদ্দীনের কনিষ্ঠ পুত্র মুস্তফা জামান আব্বাসী আর আমাদের মাঝে নেই।
শনিবার ১০ই মে ভোর ছয়টার সময় ঢাকা বনানীর ইউনাইটেড হাসপাতালের তার মৃত্যু হয়। ইন্না,,,,,,,, রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পারিবারিক সুত্রে যানাযায় বাদ জোহর আজাদ মসজিদের সামনে তার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
মুস্তফা জামান আব্বাসী উপমহাদেশের প্রখ্যাত এক সংগীত পরিবারের সন্তান।তার বাবা আব্বাস উদ্দীন একজন পল্লীগীতির কিংবদন্তি শিল্পী।মুস্তফা জামান আব্বাসী পিতার কাছে একইসাথে সংগীতের পাশাপাশি পেয়েছিলেন ধর্মীয় চেতনার দীক্ষা। আমাদের নবী হযরত মোহাম্মদ (সাঃ) ভালবেসে তিনি লিখেছিলেন মুহাম্মদের নাম গ্রন্থ।
সংগীতে অবদানের কারণে ১৯৯৫ সালে একুশ পদকে ভূষিত হয়েছিলেন মুস্তফা জামান আব্বাসী।
মুস্তফা জামান আব্বাসীর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া পল্লীগীতি ও ভাটিয়ালি গানের জনপ্রিয় শিল্পী। বড় ভাই ছিলেন সাবেক প্রধান বিচারপতি মুস্তফা কামাল, তার মেয়ে নাশিদ কামাল একজন বরেণ্য শিল্পী, বোন ফেরদৌসী রহমান প্রথিতযশা বহুমাত্রিক প্রতিভার সংগীতঞ্জ হিসেবে সমাদৃত।
মুস্তফা জামান আব্বাসী দীর্ঘদিন ধরে বিটিভিতে ভরা নদীর বাঁকে নামে একটি অনুষ্ঠান করতেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় পঞ্চাশটি।
তার মৃত্যুর খবরটি তার বড় মেয়ে সংগীত শিল্পী সামিরা আব্বাসী সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক আইডিতে লিখেছেন সোনার চান পাখি,,,,,,,,,,,,, আর দেখা হবে?।
পরিবারের লোকজন জানান, মুস্তফা জামান আব্বাসী দীর্ঘদিন বার্ধক্যজনিত কারনে নানা রকম জটিলতায় ভুকছিলেন। গতকাল শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে বনানীর ইউনাইটেড হাসপাতালের ভর্তি হয়েছিলেন এবং শনিবার ভোর ছয়টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি সন্তানসহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং সংগীতপ্রিয় অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য যে, মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যু ১০ মে, ২০২৫, মৃত্যুকালে তার বয়স ৮৭ বছর। ১৯৩৭ইং সালের ৮ই ডিসেম্বর পিতা আব্বাসউদ্দিন এবং মাতা লুৎফুন্নেসার ঘর আলোকিত করে এসেছিলেন তিনি।
পিতা কিংবদন্তী কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদ। মা বিশিষ্ট কবি লুৎফুন্নেসা আব্বাস। বড়ভাই সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। ছোটবোন ফেরদৌসী রহমান দেশের শীর্ষ কণ্ঠশিল্পী। তার স্ত্রী আসমা আব্বাসী একজন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শিক্ষিকা এবং লেখিকা । ২০২৪-এর ৪ জুলাই তার স্ত্রী মৃত্যু হয়েছে।
তার দুই কন্যা সামিরা আব্বাসী এবং শারমিনী আব্বাসী ও গুণপনায় সুপরিচিত। মুস্তাফা জামান আব্বাসী অর্ধশত গ্রন্থের লেখক ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘নজরুল-আব্বাস সেন্টার’-এর প্রবক্তা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved