মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চার মাসের দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে এখন অনেকটাই স্বস্তিতে সময় কাটাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে ফিরে পারিবারিক পরিবেশে বেশ উৎফুল্ল দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি তিনি গুলশানে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় এক পারিবারিক আয়োজনে অংশ নেন, যা তার দীর্ঘদিন পর কোনো পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, গাঢ় নীল, লাল ও কমলা রঙের মিশেলে সিল্ক শাড়ি পরে, গলায় মুক্তোর মালা জড়িয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পরিবারের সদস্যদের মাঝে সময় কাটাচ্ছেন বেগম জিয়া। ড্রয়িং রুমে তাকে ঘিরে রয়েছেন ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, প্রয়াত ভাই সৈয়দ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদসহ অন্যান্য স্বজনরা।
শনিবার (১০ মে) রাত ৯টা ১৩ মিনিটে গুলশানের ফিরোজা বাসভবন থেকে একটি গাড়িতে করে ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ, ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
উল্লেখ্য, সেনানিবাসের সরকারি বাসভবন ছাড়ার পর অনেক বছর আগে শামীম ইস্কান্দারের বাসায় কিছুদিন ছিলেন খালেদা জিয়া। দীর্ঘ সময় পর আবারও সেখানে ফিরে গিয়ে স্মৃতিময় সময় কাটান।
দেশে ফেরার পর চিকিৎসকদের পরামর্শে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন। দ্য লন্ডন ক্লিনিকের নির্দেশনা অনুযায়ী তার চিকিৎসা চলছে এবং মেডিকেল বোর্ড নিয়মিতভাবে তার স্বাস্থ্যের তদারকি করছে। চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved