আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে রাত্রিকালীন পুলিশি টহলের সময় রবিউল আওয়াল (৩৮) নামের এক যুবককে বার্মিজ ফোল্ডিং চাকু সহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিউল নওগাঁ জেলার পার নওগাঁ সরদারপাড়ার নুর ইসলামের ছেলে। রবিবার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, শনিবার গভীর রাতে সান্তাহার স্বাধীনতা মঞ্চ এলাকায় কয়েকজন যুবক অস্ত্রসহ সংঘবদ্ধ হয়। রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে অন্যরা পালিয়ে গেলে বার্মিজ ফোল্ডিং চাকু সহ রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved