কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর কলাপাড়ায়“জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পরিবর্তন প্রকল্প ও সিপিপি'র যৌথ আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিপি’র সহকারী পরিচালক আছাদ উজ জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম।
কর্মশালায় বক্তারা বলেন, দূর্যোগ বিষয়ে সরকারি বেসরকারি সচেতনতা কার্যক্রমের কারনে প্রাকৃতিক দূর্যোগে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি কমছে। এ সচেতনতা কার্যক্রম আরও বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি জানান কর্মশালায় অংশ নেয়া আলোচকরা।
কর্মশালায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিপিপি স্বেচ্ছাসেবক, শিক্ষক, ইমাম, পুরোহিত, নারী প্রতিনিধি, যুব সংগঠক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশ নেয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved