মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পিরিয়ড বা ঋতুস্রাব একটি স্বাভাবিক বিষয়। নির্দিষ্ট সময়ে নারীদের মাঝে এই উপসর্গ দেখা দেয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সময় নারীদের শরীর অপবিত্র থাকে। তাই এ সময় নামাজ পড়তে হয় না নারীদের এবং তাদের কোরআন তেলাওয়াত থাকতে হয়। এর বাইরে জিকির-আজকার ও দোয়া-দরুদ পড়তে পারবেন।
পিরিয়ড চলাকালীন সময়ে যদি কেউ সবসময় পবিত্র থাকার নিয়তে আগের অভ্যাস অনুযায়ী প্রতিবার ইস্তেঞ্জা করার পর অজু করে নেয় তাহলেও সে সবসময় অজু অবস্থায় থাকার ফজিলত পাবে বলে আশা করা যায়। তবে ওই অজুর কারণে তিনি পবিত্র হবেন না।
হাদিস শরিফে এসেছে সাহাবি হজরত বারা ইবনে আযিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজু মতো অজু করে নেবে। তারপর ডান পার্শ্বে শুয়ে বলবে—
اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ
“হে আল্লাহ্! আমার জীবন আপনার কাছে সমর্পণ করলাম। আমার সকল কাজ আপনার কাছে সোপর্দ করলাম এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করলাম, আপনার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে। আপনি ছাড়া কোন আশ্রয়স্থল ও নাজাতের স্থান নেই। হে আল্লাহ্! আমি ঈমান আনলাম আপনার নাযিলকৃত কিতাবের উপর এবং আপনার প্রেরিত নবীর উপর।
তারপর যদি সে রাতেই তোমার মৃত্যু হয় তবে ফিতরাতে ইসলামের উপর তোমার মৃত্যু হবে। এ কথাগুলি তোমার শেষ কথা বনিয়ে নাও...
অনুরূপভাবে যদি কেউ গোসল ফরজ হওয়া অবস্থায় ঘুমাতে যায় তখনও তার জন্য গোসল করা সুন্নত।
আয়িশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের অজুর মত অজু করতেন। (বুখারি, হাদিস : ২৮৪)
এই হাদিসের মাধ্যমে একথাও প্রতীয়মাণ হয় যে, পিরিয়ডকালীন সময়েও যদি কেউ অজু অবস্থায় থাকে তাহলে সে পবিত্রতা অবস্থায় থাকার সওয়াব পাবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved