কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় আভাস - কেয়ার ফর উইমেন প্রকল্পের উদ্যোগে নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কুয়াকাটায় উন্নয়ন সংস্থা স্ট্রীট চাইল্ড’র আয়োজনে এবং আভাস’র সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন।
আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল’র সভাপতিত্বে বুট ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জামান খান, এনজিও রাসিন ফরিদপুর এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা।
উপস্থিত ছিলেন স্ট্রীট চাইল্ড এর ইমতিয়াজ রিদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্প ফোকাল ও পরিচালক ফান্ড রাইজিং জহুরুল হাসান তালুকদার, প্রকল্প ম্যানেজার মো. এনামুল হক, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি এন্ড লিয়াযো অফিসার মো: ইউনুস প্রমুখ।
কলাপাড়ার ধুলাসার ও লতাচাপলী ইউনিয়নে ২৫টি স্বনির্ভর দল থেকে ৩৫ জন নারী কৃষক নিয়ে একটি বুট ক্যাম্প আয়োজন ও বাস্তবায়ন করেছে। যেখানে তাদের কৃষি দক্ষতা বৃদ্ধি, জলবায়ু রেজিলিয়েন্স বৃদ্ধি, টেকসই অনুশীলনকে উৎসাহিত করা, চাষাবাদের তিনটি উদ্ভাবনী ধারণা নির্বাচন, আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান, জৈব ও টেকসই কৃষি চর্চার কৌশল শেখানো, ডিজিটাল কৃষি ও স্মার্ট ফার্মিং ধারণা তুলে ধরা, কৃষি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি, ফলন বৃদ্ধির জন্য কার্যকর পরামর্শ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জীবন জীবিকার-উন্নয়নে সহায়তা করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved