প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ
পলাশবাড়ীতে অজ্ঞাত নবজাতক শিশু’র মরদেহ উদ্ধার

গাইবান্ধ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ফসলের মাঠ থেকে অজ্ঞাত নবজাতক শিশু’র মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৯ মে)বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বালেগাড়ী বিল এলাকায় স্থানীয় এক কৃষক ধান কাটতে গিয়ে শিশু’র মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ এদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ওই শিশু’র মরদেহটি উদ্ধার করে।
মঙ্গলবার(২০ মে)নবজাতক শিশু’র মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে করা হয়।
থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোবিষয়টি নিশ্চিত করে জানান,শিশু’র মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।মৃত শিশুটি কার পাপের ফসল এ নিয়ে অত্রা-লাকায় নানা গুঞ্জন ও মিশ্র প্রতিক্রিয়াসহ মুখরোচক বিভিন্ন ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
উক্ত ইউনিয়ানের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য সাসিউল বলেন, এই ঘটনা এই এলাকায় হয়েছে সবাই সবার পরিবারের খোঁজ খবর নিলেই ঘটনাটি বের হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved