প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে মদ সহ দুই মাদক কারবারি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩বোতল মদ সহ মাদক কারবারি রহিম উদ্দিন (৩০) ও জাফর আলী(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১মে) সকাল ১০টায় ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত
রহিম উদ্দিন উপজেলার হলদীগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলাম এবং জাফর আলী সন্ধ্যাকুড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে।
থানার সুত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে এসআই জুনাইতুল ইসলাম জিতু সহ সঙ্গীয় অন্যান্য অফিসার নিয়ে ঝিনাইগাতী থেকে ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এসময় যাত্রীেবেশী রহিম উদ্দিন ও জাফর আলীর
সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল উদ্ধার ও তাদেরকে গ্রেফতার আটক করে থানা নিয়ে আসে।
উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪৬হাজার টাকা।
ঝিনাইগাতী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved