এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপি এই কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল প্রমূখ। প্রযুক্তি মেলায় বিভিন্ন প্রকার খামারিদের ফলদ ও বনজ বৃক্ষের চারাসহ প্রায় ৫০ টি স্টল রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved