পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে উপজেলার শানেরহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে অভিভাবদের মাঝে। পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকলেও বিদালয়টিতে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। জানা গেছে,গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে তুচ্ছ ঘটনার জের ধরে মারধর করে নবম শ্রেনীর শিক্ষার্থীরা। এ সময় দশম শ্রেনীর শিক্ষার্থীরা এগিয়ে এলে তাদের ৪ জনকে মারধর করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। এরই সূত্র ধরে শনিবার বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন সময়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা একজোট হয়ে লাঠেসোটা নিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ওপর হামলা করে। ফলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শিক্ষক ও স্থানীয়রা এগিয়ে এসে দু’পক্ষকে নিবৃত করার চেষ্টা করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, গত বৃহস্পতিবার মারামারির ঘটনা ঘটলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। প্রশাসনিক দুর্বলতার কারনে আজও মারামারির ঘটনা ঘটেছে। এখানে যে কান সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এর দায় কে নেবে ? এ বিষয়ে প্রধান শিক্ষক কাজী ফরিদ সাংবাদিকদের বলেন, দু’পক্ষের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি উভয় পক্ষকে নিয়ে বসে মিটমাট করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved