এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় "উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি" গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোনয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। গত ২৫ মে উপজেলার ৪১ জন প্রধান শিক্ষক জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ পত্র দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি গঠনের নীতিমালা ২০১৪ এর ১.১৪ অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধান শিক্ষক কমিটির সদস্য হিসেবে মনোনয়নের বিধান থাকলেও আমাদের খানসামা উপজেলার মারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক নেয়ামুল ইসলামকে মনোনয়ন প্রদান করেছে। উল্লেখ্য যে, চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক এখনও সহকারী শিক্ষক হিসেবে গণ্য করা হয়।
অভিযোগকারী প্রধান শিক্ষকদের মধ্যে মমিনুল ইসলাম নামে একজন আজকের পত্রিকাকে বলেন, তদন্ত পূর্বক প্রজ্ঞাপনের আলোকে উক্ত মনোনয়ন বাতিল করে প্রধান শিক্ষককে মনোনয়ন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকে আহ্বান জানাচ্ছি ।
অভিযোগ ওঠা চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক মো. নেয়ামুল ইসলাম বলেন, আমার কাছে এ রকম কোন অভিযোগ আসেনি। আমার কাছে গেজেট আছে। আমি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজ করছি এতে কোন সন্দেহ নেই।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এরশাদুল হক বলেন, জেলা প্রশাসকের মনোনীত একজন প্রধান শিক্ষককে শিক্ষা কমিটির সভায় উপস্থিত হওয়ার জন্য চিঠি দিয়েছিলাম। প্রধান শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে কোন ত্রুটি থাকলে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সে বিষয় প্রজ্ঞাপন অনুযায়ী সিদ্ধান্ত নিবেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই করা হবে।
জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক স্বাক্ষরিত এক নোটিশে ঐ শিক্ষকসহ মোট ১৫ সদস্যের কমিটির সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved