প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৩, ৮:০২ অপরাহ্ণ
ডোমারে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম বিষয়ক কর্মশালা
রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদ্রাসার প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম সেকেন্ডারী এডুকেশন ডেভোলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) বিষয়ক ১ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩০ মে সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, ডোমার সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রাশেদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, সোনারায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, খানকায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় মাধ্যমিক স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা পর্যায়ের শতাধিক শিক্ষকসহ প্রতিষ্ঠানের এসএমসির সভাপতিবৃন্দ কর্মশালায় অংশগ্রহন করেন।
এসময় বক্তাগন বলেন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকদের প্রতি পরামর্শ প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved