প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণ
গাইবান্ধায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৩১ মে) জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা ও র্যালি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
কর্মশালায় বক্তব্য দেন সিভিল সার্জন আব্দুল্লাহিল মাফি, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি, এনডিসি মো. জুয়েল মিয়া, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, অধ্যাপক মাজহার উল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ। বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে মাদকদ্রব্য, তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে জনসাধারণের মধ্যে সচতনা সৃষ্টি করতে হবে। বক্তারা আরও বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে অন্য সময়ের চেয়ে অনেকটা ভালো। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। এর আগে জেলা প্রশাসকের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved