এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে পিন্টু আগরওয়াল নামের এক মুদি ব্যবসায়ি আত্মহত্যা করেছে। পিন্টু আগরওয়াল (৪৮) সান্তাহার পৌর শহরের ডালপট্টি এলাকার মৃত রাজকুমার আগরওয়ালর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মুদি ব্যবসায়ি পিন্টু আগরওয়াল দীর্ঘদিন যাবত মুদি ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। বুধবার বেলা সাড়ে ১২ টায় ঋণগ্রস্থতার কারনে মানষিক বিকারগ্রস্থ হয়ে আত্নহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পরেন। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় ৩১ মে বুধবার রাত ৯ টায় মারা যায়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাকিব হোসেন জানান মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের করা ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved