ফরহাদ খান, নড়াইল: নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ তৃতীয় শ্রেণির ছাত্রী আরিফা খাতুনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ২০ঘন্টা পর শনিবার (৩ জুন) সকালে শহরের বাাঁধাঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠে।
পরিবার সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভার হাটবাড়িয়ার জয়নাল মোড়লের মেয়ে আরিফা খাতুন এবং একই এলাকার সুজন মোল্যা হারানের মেয়ে লামিয়া গত শুক্রবার দুপুরে এস এম সুলতান সেতুর নিচে চিত্রা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে লামিয়া নদী থেকে উঠে আসলেও আরিফা উঠতে পারেনি। আরিফা মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আরিফার মৃত্যুতে পরিবারসহ সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved