আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের উদ্যোগে কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে স্কুল কমিটির সভাপতি ও কাউন্সিলর হুমায়ুন কবির বাদশার সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম আয়নুল হকের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর বিক্রম শহীদ লে: আহসানুল হক ডিগ্রী কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ একেএম আসাদুল হক বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মুকুল, মামুন উর রশিদ মামুন, সহকারী অধ্যাপক মাসুদ রানা, দিলীপ কুমার, আল-আমিন বাবু, মিজ্জুল ও প্রাক্তন শিক্ষার্থী তরিকুল ইসলাম জেন্টু প্রমূখ। মরহুম আমিরুল ইসলাম মঞ্জুর ছেলে প্রকৌশলী শরীফ তানভির আহসান নয়নের সহযোগীতায় ১২জন কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
উল্লেখ্য: এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved