প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ
নর্থ বেঙ্গল সুগার মিলে অবস্থান কর্মসূচি
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের প্রাপ্য গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতার টাকা পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা। বুধবার (০৭ জুন) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত কল্যান সমিতির আয়োজনে মিলের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। পরে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবীর উদ্দিন মোল্লা ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার নিকট স্মারক লিপি জমা দেয় অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা। এসময় বক্তব্য দেন নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সহ-সভাপতি মুঞ্জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, অবসরপ্রাপ্ত কল্যান সমিতির সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক শরিফউদোলা জান্টু, স্বপন পাল প্রমুখ। বক্তারা জানায়,বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা অবসরে গেলেও তাদের প্রাপ্য গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতার টাকা পরিশোধ করা হয় নি। ফলে তারা মানবেতার জীবনযাপন করছে। প্রাপ্য গ্র্যাচুইটি আদায়ের দাবীতে এই গেইট মিটিং করছে তারা।’
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved