প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৩, ১০:২০ অপরাহ্ণ
বিনোদন পার্কের নামে অসামাজিক কর্মকাণ্ড: মালিকসহ পাঁচজনের কারাদণ্ড
মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
আইন এবং ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে প্রকাশ্যই তিনি অবৈধ পতিতাবৃত্তি ব্যবসা করে আসছেন। দেশের বিভিন্ন জেলা থেকে কিশোরী এবং মধ্যবয়সী নারীদেরকে দৈনিক চুক্তির ভিত্তিতে নিয়ে এসে পাশ্ববর্তী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের একটি ভাড়া বাড়িতে রাখেন পার্ক মালিক মোজাম্মেল।
দিনাজপুরের ঘোড়াঘাটে বিনোদন পার্কের নামে দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে অসামাজিক ব্যবসা করে আসছিলেন পার্কটির মালিক মোজাম্মেল হক মোজাম।
শনিবার (১০ জুন) দুপুর ১২টায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দিনাজপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোখলেছুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালত বিনোদন পার্কটির মালিক মোজাম্মেল হক মোজামকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়াও আদালত দুজন পতিতা নারী এবং দুজন খদ্দেরসহ চারজনকে ১ মাসের বিনাশ্রম সাজা প্রদান করে।
সাজাপ্রাপ্তা হলেন,উপজেলার কালু পাড়ার পার্কের মালিক মোজাম্মেল হক মোজাম(৭৫), বগুড়া সদরের সুমা খাতুন(১৯), খাগড়াছড়ি মাটিডাঙ্গা এলাকার ময়না বেগম( ২৩), দিনাজপুরের নবাবগঞ্জের সিদ্দিকুল ইসলাম( ২৪) এবং গাইবান্ধার পলাশবাড়ী সামিউল ইসলাম( ১৯)।
এর আগেও উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ পার্কটিতে ৩১ বার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এতে পার্কটির মালিক এবং তার জামাতাসহ পার্কটিতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় অর্ধশত পতিতা নারী ৩৫ জন খদ্দেরকে কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, সাজাপ্রাপ্ত ৫ জনকে শনিবার বিকেলে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, অশ্লীল কার্যক্রম পরিচালনার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় ৫ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved