প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ
কুড়িগ্রামে প্রবীণ পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামে প্রবীণ পুষ্টি বিষয়ক সেমিনার জেলা স্বাস্থ্য বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২জুন) সকালে সেমিনারের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ।
এসময় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস.এম হারুন অর রশীদ লাল, বিশিষ্ট চিকিৎসক ডা. নাসরিন বেগম, জেলা বিএমএ সভাপতি ডা. নাসির উদ্দিন, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, সচেতন নাগরিক কমিটি সনাক’র সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, জেলা সিপিবি’র সাবেক সভাপতি মাহবুবার রহমান মমিন, জেলা সুজন সভাপতি খন্দকার খায়রুল আনম, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী প্রমুখ।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টে প্রবীণ পুষ্টি বিষয়ক তথ্যাদি উপস্থাপন করেন ডা. জেরিন ও সিনিয়র চিকিৎসক ডা. অজয় কুমার রায়।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, প্রবীণ সংগঠনের মুখপাত্র, প্রবীণ সুশীল ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ্রগহন করেন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করে এবং কর্মসূচি বাস্তবায়ন করছে সিভিল সার্জন অফিস, কুড়িগ্রাম।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved