প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ণ
গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় প্রাণ গেল কিশোরের
ছাদুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পূর্ব পোগইল গ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরচাপায় আবু হানিফ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত হানিফ গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের বেড়ের ভিটা গ্রামের শাহজাহান আলীর ছেলে। হানিফ ওই ট্রাক্টটির হেলপার ছিল।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বালুবাহী একটি ট্রাক্টর গোবিন্দগঞ্জ থেকে নাকাই হাটের দিকে যাচ্ছিল। পথে পূর্ব পোগইল গ্রামে বিপরীতমুখী সিএনজিচালিত একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরের ওপর থেকে হেলপার হানিফ সড়কে পড়ে যায়। এ সময় ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল ইসলামঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved