এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বেবীট্যাক্সী, অটোটেম্পু, সিএনজি, অটোরিকশা ও মিশুক মালিক সমিতির আয়োজনে এসএসসি পরিক্ষার্থীদের শিক্ষাভাতা ও মেয়ের বিয়ের জন্য অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উক্ত সমিতির সান্তাহার কার্যালয়ে সংগঠনের সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহিনুর রহমান মন্টি, আওয়ামীলীগ নেতা জিআরএম শাহজাহান, অশোক চৌধুরী আশু, মোস্তাফিজুর রহমান ও রাম প্রমূখ।
আলোচনা সভা শেষে সংগঠনের তিন সদস্যের মেয়ের বিয়ের জন্য প্রত্যককে পাঁচ হাজার টাকা এবং তিন এসএসসি পরিক্ষার্থীকে নগদ ২ হাজার টাকা করে প্রত্যকের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved