মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন-২০২৪) সকাল ১১টায় দিনাজপুর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের সভা কক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালায় দিনাজপুর সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী'র সভাপতিত্বে কর্মশালা বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রঞ্জু, কালিতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মো. রুস্তম আলী, আকরাম হোসেন বাবলু, সাংবাদিক রতন সিং, মো. নুর ইসলাম প্রমূখ। কর্মশালায় সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বলেন আগামী ১৮ জুন সারা দেশের ন্যায় দিনাজপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলায় ৩ লাখ ৪৩ হাজার ১৮৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৬ হাজার ৬৫৬ শিশু ও ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৬ হাজার ৫২৭ শিশু রয়েছে। স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত কেন্দ্র মিলে ২ হাজার ৬১৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচী বাস্তবায়নে সর্বমোট ৫ হাজার ৮৭৬ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবি কর্মী কাজ করবে। এ কর্মসূচী বাস্তবায়নে সিভিল সার্জন সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved