প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ
উলিপুরে হতদরিদ্র পরিবারে ফলদ ও বৃক্ষের চারা বিতরণ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ১৫০টি হতদরিদ্র পরিবারে ৯টি করে বিভিন্ন প্রজাতির এক হাজার ৩'শ ৫০টি ফলদ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (১৫ জুন) সাহেবের আলগা ইউনিয়নের ঘুঘুমারীর চরে স্ট্যান্ডর্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহযোগিতায়, ফ্রেন্ডশিপ সাসটেইনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট (এসইডি) এর বাস্তবায়নে প্রতিটি পরিবারে একটি একটি আম গাছ, একটি বড়ুই গাছ, একটি ডালিম গাছ, একটি লটকন গাছ, একটি নিম গাছ, ২টি মেহগনি ও ২টি আকাশ মনি গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের ম্যানেজার মোঃ মিজানুর রহমান, প্রজেক্ট অফিসার মাহফুজুর রহমান, সমাজসেবক আব্দুল জলিল মোল্লা প্রমূখ। প্রকল্পের ম্যানেজার মোঃ মিজানুর রহমান বলেন, ঘুঘুমারীর চর গ্ৰামের কৃষকদের সেচ কাজ ও বসতবাড়িতে সোলার বিদ্যুৎ দেয়ার কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে গ্ৰামের কৃষকদের পুষ্টি ও পরিবেশ রক্ষার জন্য ফলজ এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved