প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ণ
উলিপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
খালেক পারভেজ লালু, উলিপুর( কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রোববার(১৮ জুন) সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে ডা. মেশকাতুল আবেদ এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম। বিশেষ অতিথি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ জানান, উপজেলার একটি পৌরসভাসহ মোট ১৩ টি ইউনিয়নের ৩৩৭ টি কেন্দ্রে ৬থেকে ১১মাসের ৭হাজার ৫শত ৭৩জন শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাসের ৫৬ হাজার ৩শত ৭৫জনকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিত ভাবে বছরে ২ বার ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে। ফলে বর্তমানে ভিটামিন 'এ' এর অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা অনেকাংশে কমে গেছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমে গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved