পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে শুরু হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ - ২০২৩। আজ রবিবার বিকাল ৫ টায় ঐতিহ্যবাহী রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধন করা হয়। মুঠোফোনে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পীরগঞ্জের সাংসদ ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান। আজকের খেলায় অংশগ্রহণ করে পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ বনাম পীরগঞ্জ পৌরসভা। এ সময় উপস্থিতি ছিলেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা শিা অফিসার মাহামুদুল হাসান মন্ডল, পীরগঞ্জ সদর আসনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধরন সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ময়নুল ইসলাম লাভলু, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক নুরে আলম খুশি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ কোষাধ্য আনিছার রহমান মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন কাওছার রতন, পৌর ছাত্রলীগ সভাপতি মাহামুদুল হাসান সাগর প্রমুখ। ধারাভাষ্য ছিলেন ছিলেন আরিফুল ইসলাম। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম বাবলু। খেলায় পীরগঞ্জ ইউনিয়ন পরিষদকে ২- ০ গোলে পরাজিত করে পীরগঞ্জ পৌরসভা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved