প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ণ
উলিপুরে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অরিয়েন্টেশন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের "দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী" অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে, ক্রিশ্চিয়ান এইড'র অর্থায়নে, এএফএডই'র কারিগরি সহযোগিতায়, নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ'র বাস্তবায়নে, উত্তরাঞ্চলের নারী নেতৃত্বাধীন সিএসওদের অংশগ্রহণমূলক দূর্যোগ সহনশীল প্রকল্প (পার-২) ২য় ফেইজ'র অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত অরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিফুর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উলিপুর থানার এসআই আবুল বাতেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ'র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার, সাংবাদিক মঞ্জুরুল হাসান, মোন্নাফ আলী, সহিদুল আলম বাবুল, আব্দুল মালেক প্রমুখ। ##
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved