প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৩, ২:২৯ অপরাহ্ণ
কুয়াকাটার চর বিজয় সমুদ্র মোহনায় কোস্টগার্ডের অভিযানে এক লাখ ২০ হাজার মিটার জাল ও ৪৫ কেজি মাছ জব্দ।।
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি ।।
৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় পটুয়াখালীর কুয়াকাটার চর বিজয় সমুদ্র মোহনা থেকে এক লাখ ২০ হাজার মিটার পাই জাল ও সুতার জালসহ ৪৫ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোষ্টগার্ড।
মঙ্গলবার রাত ভর মৎস্য বিভাগ ও কলাপাড়া কোষ্টগার্ড নিজামপুর স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমানের নেতৃত্বে কোষ্টগার্ড সদস্যরা এই অভিযান চালায়।
কোষ্টগার্ড সদস্যরা জানান, ইলিশসহ মাছের অভয়ারণ্য রক্ষায় সমুদ্রের ৬৫ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা সফল করতে কোষ্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটার চর বিজয় সমুদ্রে অভিযান চালায়। এ সময় সমুদ্র থেকে মাছ আহরণ কালে ১ লাখ ২০ হাজার মিটার জাল ও ৪৫ কেজি সামুদ্রিক মাছ জব্দ করে। তবে অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যায় জেলেরা। রাতেই উদ্ধার করা জাল কলাপাড়া মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ কর্মকর্তা আশিকুর রহমানের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়। সামুদ্রিক মাছ রক্ষায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে কোষ্টগার্ড জানায়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved