মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক: গরমে আপনার সোনামনির পোশাক নির্বাচনে প্রথম যেটি মাথায় রাখতে হবে তা হলো, আরামদায়ক পোশাক। তীব্র গরমে শিশুর জন্য পাতলা ঢিলেঢালা সুতি কাপড়ের চেয়ে আরামদায়ক কাপড় আর হতে পারে না। রঙের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন হালকা রং হয়। কালো রঙের কাপড়ে গরম বেশি হয়।
হালকা রঙের কাপড়
গ্রীষ্মকালে বাচ্চাদের পোশাকের রঙ হওয়া উচিত হালকা, উজ্জ্বল এবং সতেজ। এ ক্ষেত্রে, প্লেইন প্যাস্টেল রঙগুলোও বেছে নিতে পারেন। অথবা পোলকা ডটের মতো কাপড়ও বাচ্চাদের জন্য বেছে নিতে পারেন। কালো বা গাঢ় রঙ এড়িয়ে চলুন। এতে বাচ্চাদের গরম লাগবে।
লিনেন বা সুতি কাপড়
গরমে বাচ্চাদের জামা সুতি বা লিনেনের হওয়া উচিত। এসব কাপড় নরম ও হালকা ওজনের হয়ে থাকে। শরীরে বায়ুপ্রবাহের ব্যবস্থা করে। শিশুরা এসব কাপড়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে।
শর্টস বেছে নিন
গ্রীষ্মের অসহনীয় তাপে বাচ্চারা ঘামে বিরক্ত বোধ করে। বিশেষ করে বাইরে খেলার সময়। বাচ্চাদের জন্য শর্টস ডেনিম বা কার্গো প্যান্ট বেছে নিন। এগুলো টি-শার্টের সাথে বেশ মানানসই।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved