হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে হোমনা উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারি কমিশনার ইউছুফ হাসান, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও নাছিমা আক্তার রিনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শীহদ উল্লাহ, মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার প্রমুখ। সভায় পবিত্র ঈদুল আযহার আগে ও পরে বিভিন্ন যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রী হয়রানি, কুরবানীর পশু জবাইয়ের পর বর্র্জ্য দ্রুত অপসারনসহ এ সময় মাদক, চুরি-ডাকাতি রোধ এবং ঈদ আনন্দের নামে রাস্তায় ডিজে পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved