মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক: গুগল ভারতে ডিজিটাইজেশন তহবিলে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেডের সিইও সুন্দর পিচাই যুক্তরাষ্ট্র সফরকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার সাক্ষাৎ শেষে এ কথা জানান। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।
ভারতের গুজরাটের জিআইএফটি সিটিতে গুগল তাদের বৈশ্বিক অর্থলগ্নি ব্যবস্থাপনা কোম্পানির অফিসও চালু করবে বলে জানান সুন্দর পিচাই।
এবারের যুক্তরাষ্ট্র সফরে সুন্দর পিচাই ছাড়াও অ্যাপলের সিইও টিম কুক ও মাইক্রোসফটের সত্য নাদেলাসহ প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি।
গুগলের সিইও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ আমার জন্য বিশেষ সম্মানের। ভারতের ডিজিটাইজেশন তহবিলে আমরা ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি।’ এ সময় নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন সুন্দর পিচাই।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved