শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জরিণছড়া চা বাগানের লোকালয় থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১টায় হরিণছড়া চা বাগানের জনবসতিপূর্ণ এলাকায় একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে স্থানীয়রা বানরটিকে আটক করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগের সদস্যরা হরিণছড়া চা বাগানে গিয়ে লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। স্বপন দেব জানান, মানুষ এখন অনেকটা সচেতন, প্রানী দেখে এখন আর আগের মতো মারার জন্য লাটিসোটা নিয়ে দৌড়ায়না। নিরাপদে ধরে বন বিভাগ অথবা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়, এটা একটা ভালো লক্ষণ। এরপরও কিছু এলাকায় সাপসহ অনন্যান্য প্রাণীদের মেরে ফেলার খবর পাওয়া যায়। লোকালয়ে ছুটে আসা বন্যপ্রাণী না মারতে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। লজ্জাবতী বানরটিকে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ও এফ জি সুব্রত সরকার। বিকালে লজ্জাবতী বানরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved