প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৩, ৮:১২ অপরাহ্ণ
কুড়িগ্রামে বৃষ্টিপাত চলবে আরও এক সপ্তাহ
,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ঈদের আগে থেকে চলছে কুড়িগ্রাম ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত। দিনে কিংবা রাতে কখন হাল্কা আবার কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃস্টিপাত আরও এক সপ্তাহ স্থায়ী হবার সম্ভাবনা রয়েছে। এতে খেটে খাওয়া শ্রমিক এবং ঈদ করতে আসা মানুষজন কিছুটা দুভোর্গে পড়েছেন।
কুড়িগ্রাম আবহাওয়ার পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মোফাখখারুল ইসলাম বলেন,কুড়িগ্রামে টানা কয়েকদিন যাবৎ মাঝারি থেকে ভারী বর্ষণ বয়ে যাচ্ছে। আগামী ৫/৬ জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এতে করে জেলায় বন্যার কোন শংকা নেই। তবে চরাঞ্চলের নিম্নাঞ্চল গুলো প্লাবিত হতে পারে। গত ২৪ ঘন্টায় ৪৪মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, জেলার ১৬টি নদনদীতে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে প্রধান নদ নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় আপাতত বন্যার শংকা নেই। এক জুলাই বিকেল ৩টায় নেয়া পানি রিডিং এ দেখা যায়, কুড়িগ্রাম ধরলা নদীর পানি ধরলা সেতু পয়েন্টে ১৯৬ সে:মি:,দ্বিতীয় শেখ হাসিনা ধরলা সেতু পয়েন্টে ১১৯সে:মি:, গঙ্গাধর নদীর পানি সোনাহাট রেল সেতু পয়েন্টে ১৫২সে:মি:,তিস্তা নদীর পানি কাউনিয়া রেল সেতু পয়েন্টে ৫৭সে:মি:,ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী নৌবন্দর পয়েন্টে ১৫৬সে:মি: এবং নুনখাওয়া পয়েন্টে ১৬৯সে:মি: বিপৎসীমার নিচ দিয়ে বয়ে যাচ্ছে।#
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved