এএফএমমমতাজুররহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে জুয়া খেলার সময় ১২ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাদের জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের হলুদ ঘর মহল্লার নাজিম উদ্দিনের ছেলে জাহেদ খান (৩৩), মৃত বাবু সাকিদারের ছেলে রানা সাকিদার (৩৮), চুন্নু মিয়ার ছেলে সোহেল রানা (৩৫), মৃত নিজাম খানের ছেলে জামাল খান (৪৫), মোঃ মহসিনের ছেলে মোঃ উজ্জল (৩২), গণি মন্ডলের ছেলে ফিরোজ (৩৫), এলেম খানের ছেলে আরিফুল ইসলাম (২৫), মৃত আতোয়ার রহমানের ছেলে নয়ন (৩২), আব্দুল হামিদের ছেলে মিলন হোসেন (৩৫), মৃত হাদেস সরদারের ছেলে খলিল সরদার (৩৮), মন্টু হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮), মোঃ কাজল মন্ডলের ছেলে সজিব মন্ডল (৩২)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সান্তাহার পৌর শহরের পুরাতন মাছ বাজার এলাকায় সানফ্লাওয়ার ক্লাব নামক স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১২ জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামাল দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved