প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ
ফুলবাড়ীতে পালোয়ানি খেলা দেখতে উৎসুক জনতার ভিড়
ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদ-উল-আযহা উপলক্ষে সোমবার(ঈদের তৃতীয় দিন) গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশিটানা(পালোয়ানি) খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে শাহবাজার উচ্চ বিদ্যালয় মাঠে শতশত উৎসুক জনতার ভিড় জমেছে।
শাহ্ বাজার চাষী ক্লাব ও রংধনু পাঠাগারের যৌথ আয়োজনে শাহবাজার উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৫ ঘটিকায় রশিটানা (পালোয়ানি) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় ৪ টি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে, গেটের বাজার পালোয়ান দল, উত্তর বড়ভিটা পালোয়ান দল, হাজীর বাজার পালোয়ান দল ও শাহবাজার পালোয়ান দল একাদশ।
খেলা পরিচালনা কমিটির সভাপতি তহিদুল ইসলাম পোদ্দার কাস্টমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ আলী পোদ্দার রতন। বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া, শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন স্বর্ণকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ মিয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী ,রোস্তম আলী বকসী,সাইদুর হক পোদ্দার পুতুল,শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী, ওয়াজ করনি স্বর্ণকার প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া মিয়া।
ফাইনাল খেলায় উত্তর বড়ভিটা রশিটানা একাদশকে পরাজিত করে গেটের বাজার রশিটানা একাদশ বিজয়ী হয়। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে কাপ বিতরণ করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved