শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবিক সহায়তা কর্মসূচির বাস্তবায়ন কমিটির উদ্যোগে শ্রীমঙ্গল পৌর এলাকার ৫শ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রোববার (৯ জুলাই) অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য মানবিক সহায়তা কর্মসূচি (ত্রাণ) বাস্তবায়ন কমিটির উদ্যোগে শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫শ পরিবারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর আলহাজ্ব কাজী আব্দুল করিম, মো. আলকাছ মিয়া, মো. ছাদ উদ্দিন ও সাবেক কমিশনার মিরাশদার মিল্লাদ হোসেনসহ অনান্যরা উপস্তিত ছিলেন। এ কর্মসূচির আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫শ পরিবারকে ৫ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved