দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে দীর্ঘ ৯ বছর পর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন- ২০২৩ গত শনিবার দুপুরে স্থানীয় বারোয়ারী চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৭ জন প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় সম্মেলন শেষে কারো নাম ঘোষণা করেননি দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর পাঁচবিবি পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সিদ্ধান্ত অনুযায়ী ৯ বছর পর গতকাল পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় বারোয়ারী চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উম্বোধন করেন জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ গোলাম মোর্শেদ। পাঁচবিবি পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আরিফ রব্বানী ইস্তি। বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাহমুদ রাজ্জাক অপু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক রমজান আলী সরদার,পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক মোঃ জিহাদ মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে আব্দুল হক শেখসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রথম অধিবেশন শেষে আগের কমিটি বিলুপ্ত ঘোষণার পর দ্বিতীয় অধিবেশনে সভাপতি/ সম্পাদক হতে আগ্রহী ২৭ জন নেতা তাদের জীবন বৃত্তান্ত জমা দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নেতা মাহমুদ রাজ্জাক অপুর হাতে। কেন্দ্রীয় নেতা মাহমুদ রাজ্জাক অপু বলেন, সবার সিভি যাচাই-বাছাই শেষে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে কমিটির সভাপতি ও সম্পাদকের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved