প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ
মশক নিধন কার্যক্রম শুরু করেছে শ্রীমঙ্গল পৌরসভা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজা: মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু করেছে শ্রীমঙ্গল পৌরসভা।
রোববার (৯ জুলাই) শ্রীমঙ্গল মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র মহসিন মিয়া মধূ।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কাউন্সিলর কাজী আব্দুল করিম, মো. আলকাছ মিয়া, ছাদ উদ্দিন প্রমুখ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, সারা বছরই মশার উপদ্রব প্রতিরোধে পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে মশার ঔষধ ছিঁটানোসহ পৌরবাসীর কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। ইদানিং দেখা যাচ্ছে সারা দেশে মশাবাহিত রোগ বেড়ে গেছে। তাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে।
পৌর মেয়র মহসিন মিয়া মধু জানান, মশাবাহিত রোগ প্রতিরোধ ও মশার উপদ্রব থেকে পৌরবাসীকে স্বস্তি দিতে পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। এসময় মেয়র দ্রুত মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved