প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ
উলিপুরে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও’র ব্যতিক্রমি উদ্যােগ
উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ডেঙ্গু প্রতিরােধ ব্যতিক্রমি উদ্যােগ নিয়েছেন। সােমবার দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠান পরিষ্কার -পরিছন্নর উদ্বােধন করেন। এসময় ইউএনও শােভন রাংসা বলেন, ডেঙ্গু প্রতিরােধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান যেমন পরিষ্কার পরিছন্ন রাখতে হবে, তেমনি নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং অন্যদেরকেও উৎসাহিত করতে হবে।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, সহকারি প্রধান শিক্ষক আনিছুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বিন্দু উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার এম এ মতিন কারিগরি কৃষি কলেজ ও উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কার্যক্রমরে উদ্বােধন করা হয়
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved