মেনহাজুল ইসলাম তারেক - উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা ২০২৩ গত ৯-১২ জুলাই অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিশু ও কিশোর-কিশোরীরা এতে অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কবিতা আবৃত্তি বিষয়ে অংশগ্রহণ করে 'ক' বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে 'ফাইরুজ তুরফা ঈশিকা'। সে পার্বতীপুর খোড়াখাই সরদারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। তার পিতা মোঃ এমরান হোসেন সরদার একজন ব্যবসায়ী ও মাতা মোছাঃ বিলকিছ আরা একজন শিক্ষিকা। তার এই সাফল্যে তার পিতা অত্র স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে স্কুলের সার্বিক পড়াশোনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, সাঁতার ও বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক.খ. মোঃ আলাওল হাদী বলেন, 'শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সব সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।' পার্বতীপুর উপজেলা হলরুমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ শিক্ষা সংশ্লিষ্ট গুণীজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে বলেন, 'আগামী প্রজন্মকে তাদের প্রতিভা বিকাশের এবং সুন্দরভাবে বেড়ে উঠার পরিবেশ তৈরিতে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।'
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved