শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
"কাঙ্খিত উন্নয়নে চাই শক্তিশালী স্থানীয় সরকার" শীর্ষক মতবিনিময় সভা শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে
বুধবার ২১ মার্চ সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুজন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, রশীদপুর গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক প্রশাসন ও বিশিষ্ট অভিনেতা মো: গোলাম রাব্বানী, সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, সুজন আঞ্চলিক সমন্বয়ক মোঃ মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও লেখক মোতাকাব্বির মাসুদ, ব্যাংকার সমীরণ সরকার, ব্যাংকার চিত্ত রঞ্জন দেব, সাংবাদিক নিহারেন্দু হোম চৌধুরী সজল, সাংবাদিক ইসমাইল মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের কার্যকরি সভাপতি শামীম আক্তার হোসেন, সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী, শিক্ষক ও নারীনেত্রী রহিমা বেগম, সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক অজিত বৈদ্য, ব্যাংকার জিতেন্দ্র চন্দ্র দেব, নাট্য ও সমাজকর্মী নীতেশ সূত্রধর, সাংবাদিক মো: সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্টানের ২য় পর্বে সুজন শ্রীমঙ্গল শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব। আলোচনায় সংগঠনের কার্যকরী কমিটির পূর্ণগঠন করে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এ লক্ষ্যে ব্যাপক আলোচনা পর সর্বসম্মত সিদ্ধান্তের মোয়াজ্জেম হোসেন ছমরুকে আহ্বায়ক, মো: কাওছার ইকবাল ও আনিসুল ইসলাম আশরাফীকে যুগ্ম আহ্বায়ক এবং ইসমাইল মাহমুদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved