মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আলাদিপুর ইউপির ছয়পুকুর গ্রামের ১৫টি ভূমিহীন পরিবার সরকারি খাস জায়গা ও আবাসন ঘর পাওয়ার দাবিতে উপজেলা চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। গতকাল বুধবার দুপুর ৩টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির ছয়পুকুর গ্রামের ১৫টি পরিবার সরকারি খাস জায়গা ও আবাসন ঘর পাওয়ার দাবিতে পরিবারদের পক্ষে মোঃ মামুনুর রশীদ জুয়েল এর নেতৃত্বে ১৫টি পরিবার মানববন্ধন করেন।
মানববন্ধনে মামুনুর রশীদ জুয়েল বলেন, দীর্ঘ ৩০ বৎসর যাবৎ আলাদীপুর ইউপির ছয়পুকুর গ্রামে ১৫টি পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের পরিবার গুলি অতি গরিব, আমাদের নিজস্ব কোন জায়গা জমি নাই, দিন মজুর বলা চলে, বর্তমান তারা ভূমিহীন কিন্তু কোন স্বার্থন্বেষী মহল বিভিন্নভাবে ভাবে উচ্ছেদে ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেন। পূর্বেও তারা সংশ্লিষ্ট পরিবার স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট বিষয়টি তুলে ধরায় তাদের প্রতি তিনি সমর্থন জানিয়েছিলেন। এ ব্যাপারে ঐ গ্রামের মোহাম্মদ আলী (৬০), উমর আলী (৫০) জানান আমাদের মাথা গুজার ঠাই নাই, তাই বাধ্য হয়ে সরকারের কাছে আকুল আবেদন করছি যেন আমাদেরকে সরকারি খাস জায়গায় উচ্ছেদ না করে পূর্ণবাসনের দাবি জানান। তারা বর্তমানে স্ত্রী, সন্তান নিয়ে যেখানে আছে, সেখানেই সরকারের আবাসন প্রকল্পের মাধ্যমে তাদের জন্য ঘর নির্মাণ করে দেওয়াার ব্যবস্থা গ্রহণে জন্য জোর দাবি জানিয়েছেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ সময় ১৫টি পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved