সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ ঝরেগেল ৬ ব্যাক্তির।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাও গ্রামের সম্মুখে এ মর্মান্তিক ঘটনাঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে যাত্রী নিয়ে সিলেটে উদ্দেশ্যে রওয়ানাদেন সিএনজি চালক।
অপর দিকে ভোলাগঞ্জগামী একটি মাইক্রোবাস লাইনচ্যুত হয়ে সিলেটগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী ও সিএনজি চালক মৃত্যুরকোলে ঢলে পড়েন। অপর মৃত্যু ব্যক্তি মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছ। নিহত ব্যাক্তিদের মধ্যে প্রাথমিক ভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহানের ছেলে মোঃ কালন (৩০), কোম্পানীগঞ্জ পাড়ুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কালিবাড়ী গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মাওলানা কাজী আমির উদ্দিন। নিহত বাকি ব্যাক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সংগীয়ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহিত ব্যাক্তিদের লাস উদ্ধার করেন। অপর দিকে
সিলেট গোয়াইনঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, নন্দীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভ্ব জনতার সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, সংঘর্ষের ঘটনায় মৃত ব্যাক্তিদের দুই জনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ করছে। নিহতের ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved