‘পদ্মা ব্যাংক ইসলামিক’ শরীয়াহ্ভিত্তিক সুদমুক্ত ব্যাংকিং সেবা
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবিহকতায় সুদমুক্ত ইসলামি শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিং সুবিধা নিয়ে এসেছে পদ্মা ব্যাংক লিমিটেড।
আধুনিক ও ডিজিটাল লেনদেনের অঙ্গীকার নিয়ে ২৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘পদ্মা ব্যাংক ইসলামিকের’ যাত্রা। যা পরিচালিত হচ্ছে সম্পূর্ণ পৃথক ইসলামিক সফটওয়্যার নির্ভর হিসাব ব্যবস্থায়।
দেশজুড়ে পদ্মা ব্যাংকের ৬০টি শাখা এবং ১৪টি উপ-শাখার মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল গ্রাহকদের জন্য সুদমুক্ত ব্যাংকিং সেবার দ্বার উন্মোচন করেছেন নতুন প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড। এখন থেকে যে কোন গ্রাহক চাইলেই ইসলামি ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন দেশের যে কোন প্রান্ত থেকে যখন তখন। ঘরে বসেই পদ্মা ওয়ালেট এবং পদ্মা আই ব্যাংকিংয়ের মাধ্যমে নিমিষেই পদ্মা ব্যাংক ইসলামিকে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
পদ্মা ব্যাংক ইসলামিক ডেবিড কার্ড দিয়ে দেশের যে কোন ব্যাংকের এটিএমবুথ থেকে টাকা উত্তোলন সম্পূর্ণ ফ্রি। এ ছাড়া এটিএম এবং পস লেনদেনের জন্য বিনামূল্যে এসএমএস এলার্ট সার্ভিস পৌঁছে যাবে গ্রাহকের ফোনে। দেশের যে কোন এটিএমবুথ থেকে ব্যালেন্স যাচাই এবং মিনি স্টেটমেন্ট সুবিধা রয়েছে।