শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শাহরুখের পর এবার সালমান খানকে নিয়ে এগোচ্ছেন অ্যাটলি!

শাহরুখের পর এবার সালমান খানকে নিয়ে এগোচ্ছেন অ্যাটলি!

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা ইতিহাস গড়ার পথে। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জওয়ান’ এবং হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে ৭৫ কোটি রুপি আয় করে। এরপর থেকেই ‘জওয়ান’ ঝড় তাণ্ডব চালাচ্ছে সিনেমা হলে। শাহরুখ খানের সাথে বছরের সবচেয়ে সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পর নির্মাতা অ্যাটলি অন্যান্য খানদের সাথে কাজ করতে আগ্রহী।

এরই মধ্যে তিনি সালমান খান, হৃতিক রোশন ও রণবীর কাপুরের সঙ্গে আলোচনা করেছেন বলে সম্প্রতি স্বীকার করেছেন তিনি।

পরে কে তার তালিকায় আছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভালো কথা হলো, সবাই নৈপুণ্য পছন্দ করে এবং আমি ও আমার দল কী করি।
এখন দেশের বড় তারকারে সাথে কাজ করার ব্যাপারে আগ্রহী। ভালো বিষয় হলো সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রয়োজন। ঈশ্বর আমাকে একটি ভালো স্ক্রিপ্ট ও ধারণা দিয়ে আশীর্বাদ করেছেন। তাই পরবর্তী পদক্ষেপগুলো সহজ হয়েছে। আমি একটি ভালো স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছি, যাতে সালমান এবং রণবীর স্যারের সাথে কাজ করতে পারি। ’

‘জওয়ান’-এ শাহরুখ খান যেভাবে সহযোগিতা করেছেন সে সম্পর্কে অ্যাটলি বলেন, “আমি একজন চলচ্চিত্র নির্মাতা, সকল মতামতকে স্বাগত জানাই। আমি মানুষের প্রযুক্তিগত চিন্তার প্রক্রিয়া, প্রতিক্রিয়া এবং তাদের পারস্পরিক সম্পর্ক শেয়ার করতে চাই। অবশ্যই পুরো চিত্রনাট্যের পেছনে শাহরুখ খান স্যার অন্যতম। প্রথম দিন থেকে, আমাদের একসঙ্গে কাজ করার ইচ্ছা ছিল, আমরা একসঙ্গে ‘জওয়ান’-এ কাজ করেছি। ”অ্যাটলি আরো বলেন, ‘আমি স্ক্রিপ্ট নিয়ে এসেছি, তারপর এটা কিভাবে বিস্তৃত হতে পারে, অ্যাকশনগুলো কিভাবে হতে পারে সে সম্পর্কে মতামত জানিয়েছেন। জওয়ানে প্রচুর অ্যাকশন ইনপুট শাহরুখ স্যারের কাছ থেকে এসেছে। রঙের ধরন ও অন্য জিনিসগুলোতে বিষ্ণুর ইনপুট ছিল অকল্পনীয়। ’

দক্ষিণী এই আলোচিত নির্মাতা বলেন, ‘সামগ্রিক চলচ্চিত্রটি শাহরুখ স্যারসহ চারপাশের অনেক ভালো প্রযুক্তিবিদদের দ্বারা তৈরি করা হয়েছিল। আর সে জন্যই আমরা এটাকে চলচ্চিত্র তৈরি বলি। এটা কোনো ব্যক্তিগত চিন্তা বা ব্যক্তির দৃষ্টিভঙ্গি নয়। বিজয় সেতুপতি আন্না, বিষ্ণু, রুবেন, মুদ্রা স্যার, দীপিকা ম্যাম, নয়ন ম্যাম সবাই অবদান রেখেছেন। কিন্তু সকল অবদানের পেছনে সমাধানদাতা ছিলেন শাহরুখ স্যার। ’

অ্যাটলি আরো বলেন, ‘আমরা গর্বিত যে আমরা সকলে মিলে আমাদের হৃদয়, ঘাম এবং রক্ত দিয়ে এই ছবিটিকে সকলের জন্য একটি দুর্দান্ত সিনেমা তৈরি করেছি’, যুক্ত করেন অ্যাটলি। দক্ষিণের পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন