শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সাদুল্লাপুরে নির্বাচনের জন্য আনসার সদস্য তালিকার করা হচ্ছে

সাদুল্লাপুরে নির্বাচনের জন্য আনসার সদস্য তালিকার করা হচ্ছে

গাইবান্ধা সংবাদদাতা:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষার্থে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রস্তুত হচ্ছে আনসার ও ভিডিপির সদস্য। এ উপলক্ষে দুইদিন ধরে সদস্য তালিকা প্রণয়ন করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনব্যাপী সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনসার সদস্য তালিকা শেষ হয়। এর আগে, বুধবার (৪ অক্টোবর) থেকে শুরু হয় এ তালিকা প্রণয়ন। এসময় সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন, উপজেলা প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল, প্রশিক্ষিকা মোছা. আনজুয়ারা বেগমসহ দলনেতা-নেত্রী ও কমান্ডাররা উপস্থিত ছিলেন। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল বলেন, উপজেলার ১১ ইউনিয়ন থেকে আনসার সদস্য তালিকার করা হচ্ছে। এতে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত ৬৮ জন করে পিসি-এপিসি এবং ৬৮০ সাধারণ সদস্যসহ মোট ৮১৬ জন সদস্য থাকবে। এছাড়া অতিরিক্ত ১০% নেওয়া হচ্ছে। সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় এ উপজেলার সম্ভাব্য ৬৮ ভোটকেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে ১২ আনসার সদস্য (পুরুষ-মহিলা) দায়িত্ব পালন করবেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন